মধ্যরাতে এমপি এহিয়ার গাড়িতে হামলা, ‘আত্মরক্ষার্থে’ গুলি

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেটের ওসমানীনগরে সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর দুর্বৃত্তদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েন এহিয়া। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন।

শনিবার রাতে ওসমানী নগরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

সিলেট-২ আসনের বর্তমান সাংসদ এহিয়া। এবারও মহাজোট থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন জাতিয় পার্টির এই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। এহিয়াকে প্রার্থিতা দেওয়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের কোনো নেতাকে এই আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি তাদের।

ওসি জানান, শনিবার রাতে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে গিয়েছেন সাংসদ এহিয়া। ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে বুরুঙ্গা এলাকায় একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় আত্মরক্ষার্থে গুলি ছুঁড়েন সংসদ সদস্য। পরে সংসদ সদস্যের সঙ্গীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সংসদ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি আল মামুন। হামলাকারীদের খোঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম