গোলাপগঞ্জে বিএনপি নেতা ফয়সল চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মঙ্গলবার মতিবিনময় করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘গায়েবি ও ভুতুড়ে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপিকে বাদ দিয়ে কোনো জাতীয় নির্বাচনও হবে না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে যাবে; জনগণ তাদের নির্বাচিতও করবে।’
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম। উপজেলা ছাত্রদলের নেতা জাহেদ আহমদ মান্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা কৃষক দলের সভাপতি এম এ মুছাব্বির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির সহ-স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক সরওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির উপদেষ্ঠা মাহবুবুল আলম ছানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক মাসুক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদ, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আহছান জামিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দুলাল আহমদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন বুলবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি রেজাউল কবির রেজা, সিলেট মহানগরের সাবেক সদস্য জহিরুল হক খান, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবাদুর রহমান এবাদ, মাস্টার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহাত আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আলম, জাকারিয়া শাহজাহান, কলেজ ছাত্রদল সভাপতি অলিউর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম