সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
দক্ষিণ সুরমা প্রেসকাব এর সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার মরহুম এমরান আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল বুধবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমাস্থ মৌবন প্রেসকাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসকাবের উদ্যোগে প্রেসকাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ এম.এ খালিক, নির্বাহী সদস্য শরীফ আহমদ, সদস্য খায়রুল আমিন রাফসান। মরহুম এমরানের ফুফাত ভাই সমাজকর্মী আব্দুর রহিম প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে এমরানের পরিচিত ছিল সর্বত্র। কর্মজীবনে তরুণ এ সংবাদিক খুব কম সময়ে সুখ্যাতি অর্জন করেন। লেখনির মাধ্যমে মরহুম এমরান সিলেটের উন্নয়নের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। সাংবাদিক জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোক সভা শেষে এমরানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রেসকাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে শিরনি বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি