সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেণু। শনিবার (২৮ ডিসেম্বর) প্রেসক্লাবের মূল ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গণণা শেষে রাত সোয়া রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন।
নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর প্রার্থী সমরেন্দ্র বিশ্বাস সমর ২৪ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে এম এ হান্নান ৬৪ ভোট ও আবদুল কাদের তাপাদার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মইনুল ইসলাম বুলবুল ৪৪ ভোট ও কামাল উদ্দিন আহমেদ ১৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেণু ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী ইকবাল মাহমুদ পেয়েছেন ৫৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আহমাদ সেলিম ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী ফয়সল আমীন ৪৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে কবির আহমদ সোহেল ১২ ভোট, ফয়সাল আলম পান ১৭ ভোট ও ফারুক আহমেদ ৩৭ ভোট।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মারুফ আহমদ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে আব্দুল্লাহ আল নোমান পান ৩২ ভোট।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে বেলাল আহমেদ ৪৫ ভোট ও মুন্সি ইকবাল ১২ ভোট পান।
সদস্য পদে মো. আব্দুর রাজ্জাক ৪৭ ভোট, এম আহমদ আলী ৬৩ ভোট, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপর প্রার্থী নৌসাদ আহমেদ চৌধুরী ৪৬ ভোট ও মো. বদরুর রহমান (বাবর) ৩১ ভোট পান।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার ছিলেন এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. ইরাফনুজ্জামান চৌধুরী ও এডভোকেট সন্তু দাস।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি