মাধবপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় হরেন্দ্র দাস (৭০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

নিহত হরেন্দ্র উপজেলার বুল্লা গ্রামের প্রয়াত মহেন্দ্র দাসের ছেলে।

মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী হাসপাতালে গিয়ে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের ব্যবস্থা করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
4Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম