সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক
সিলেটের জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
প্রধানমন্ত্রীর নির্দেশে নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদে সোমবার সকালে উপজেলা দু’টিতে এ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে সুরমা নদীতে অবৈধ দখলদার উচ্ছেদে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসিরউল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ড, সিলেট কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মনির আহমদের নেতৃত্বে এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। অভিযানে সুরমা নদীর তীর দখল করে নির্মিত প্রায় ৬০টি আধাপাকা ও কাচা স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর জৈন্তাপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর অবৈধভাবে নির্মিত ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড, সিলেট কার্যালয়র উপ বিভাগীয় প্রকৌশলী মনির আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী-খাল দখলমুক্ত করতে এ অভিযান চলছে। পর্যায়ক্রমে সিলেটের সব উপজেলায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হবে। তিনি বলেন, নদী দখলদারদের সতর্ক করতে আবার বিভিন্ন সময় লিফলেট বিতরন করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে এসেও সতর্ক করেছি। তবু তারা দখল ছাড়েনি। তাই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসিরউল্লাহ খান বলেন, ধাপে ধাপে সিলেটের ১৩টি উপজেলায়ই এ অভিযান চালানো হবে। নদী দখল করে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথমে দখলদারদের নোটিশ প্রদান করা হবে। নোটিশ পেয়ে তারা স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদের পাশপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি