সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক
‘থাকতে পারে অনেক পথ, নিয়ম মেনে বিদেশ যাওয়াই হবে নিরাপদ’ -এই স্লোগান নিয়ে প্রত্যাশা প্রকল্পের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে বুধবার (১৮ ডিসেম্বর) অভিবাসন মেলার উদ্বোধন করা হয়েছে।
এর আগে সকালে সিলেট জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রত্যাশা প্রকল্প, ইউরোপিয়ান ইউনিয়ন, আইওএম ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মেলে’ -এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালি শেষে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রত্যাশা প্রকল্পের আয়োজনে ভলিবল গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সহ-সভাপতি তাহমিন আহমেদ, আইওএম’র হেড অফ মাইগ্রেন্ট প্রোটেকশন আছমা খাতুন ও ব্র্যাক জেলা সমন্বয়কারী বিভাস তরফদার।
বুধবার দিনব্যাপী এই অভিবাসী মেলার আয়োজন করে প্রত্যাশা প্রকল্প। প্রকল্পটি বাংলাদেশে সরকারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক এর সাথে অংশীদারিত্বে আইওএম বাংলাদেশ বাস্তবায়ন করছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবসে দিনব্যাপী এই মেলায় নিরাপদ অভিবাসনের সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্ভাব্য অভিবাসীসহ মেলায় অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।
এছাড়া অভিবাসন বিষয়ে গণনাটক প্রদর্শনী, ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা, ফ্রি রক্ত পরীক্ষা, গান, স্পট চাকুরির জন্য রেডিস্ট্রেশন এবং বিদেশে যাওয়ার জন্য সঠিক সরাসরি রিক্রুটিং এজেন্সির আয়োজন ছিল মেলায়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জেনে, শুনে, বুঝে এবং নিরাপদ উপায়ে বিদেশ যাওয়া উচিৎ।
আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বিদেশে কর্মরত আছেন। শুধু ২০১৮ সালেই প্রায় ৮ লাখ মানুষ ভালো জীবিকার আশায় দেশের বাইরে গেছেন। বাংলাদেশ সরকার অভিবাসন খাতে সুশাসন ও জবারদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘বৈদশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’ প্রণয়ন করে। এছাড়া নিরাপদ অভিবাসনের জন্য বিভিন্ন ধরণের সেবা প্রদান করছে সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরেও অনেকেই অনিয়মিতভাবে দেশের বাইরে যাচ্ছেন। মধ্যসত্বভোগীরে প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন অনেকেই। এমন প্রেক্ষাপটে দিনব্যাপী অভিবাসন মেলার আয়োজন করেছে প্রত্যাশা প্রকল্প।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত স্টলে তাদের কার্যক্রম, বিভিন্ন ধরণের সেবা সম্পর্কিত তথ্য এবং অন্যান্য উপকরণ প্রদর্শন করে। যেখানে অভিবাসন নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন মেলায় অংশ নেয়া ব্যক্তিরা।
প্রত্যাশা প্রকল্পটি ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের সময় দেশের ১০টি জেলায় অভিবাসন মেলার আয়োজন করছে। এবারও সিলেটসহ দেশের ১০টি জেলায় এই মেলার আয়োজন করেছে প্রকল্পটি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি