সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ১৩২০পিস ইয়াবা জব্দসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিন ও রাতে জেলা দু’টির বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর চৌকস দল। অভিযানে সিলেট ও মৌলভীবাজার থেকে এসব ইয়াবা জব্দ করে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব-৯ একটি দল শাহপরাণ থানাধীন আরামবাগ এলাকা থেকে ৫৬০ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়।
আটক ৪ জন হলো- বিয়ানীবাজার উপজেলার লাশাইতলা গ্রামের মৃত শিফার আলীর ছেলে রুয়েল আহমদ ওরফে রুবেল (৩৫), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন রুনশ্রী গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে হিরু মিয়া (২৮), ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের মিরাজ আলীর ছেলে মো. লায়েক (২৫) ও আখালীয়া নতুন বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. এনাম উদ্দিন (২০)।
অপর অভিযানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোয়াইনঘাট থানা এলাকার তারুখাল পশ্চিম জাফলং এলাকা থেকে ৩৬৫ পিস ইয়াবা ইয়াবাসহ মো. কালা মিয়া (২২) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটক মাদক ব্যবসায়ী স্থানীয় ইসলামাদ গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন- র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
এদিকে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটক দুজন হলো- শ্রীমঙ্গলের সিক্কা গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০) ও মৃত মজিবুর রহমানের ছেলে মো. কায়েছ আহমেদ (২৫)।
মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের মন্দির গাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি আনোয়ার হোসেন।
উদ্ধারকৃত আলামতসহ আটক সবাইকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি