সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: নির্বাচনী সহিংসতা ঠেকতা মাঠে থাকবে সিলেট মহানগর পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। সহিংষতা ঠেকানোর লক্ষ্যে বিশেষ এই দলকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এক মাসের এই মেন্টরশীপ ট্রেনিং শেষে বৃহস্পতিবার মহড়ায় অংশ নেয় সিআরটি সদস্যরা।
দুপুরে সিলেট পুশিল লাইনে অনুষ্ঠানিক মহড়া শেষে ২৪ জনের হাতে সনদ তুলে দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
পুলিশের বিশেষ দলটি জঙ্গিদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে।
অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন সহিংস ঘটনা এড়াতে মাঠে কাজ করবে পুলিশের এ বিশেষ দল।
তিনি জানান, যে কোন পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গীদমন, মাদক ও চোরাচালানীদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্র ও জর্ডানে প্রশিক্ষক দল।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি