সিলেটে নির্বাচনে সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সিআরটি

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: নির্বাচনী সহিংসতা ঠেকতা মাঠে থাকবে সিলেট মহানগর পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। সহিংষতা ঠেকানোর লক্ষ্যে বিশেষ এই দলকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এক মাসের এই মেন্টরশীপ ট্রেনিং শেষে বৃহস্পতিবার মহড়ায় অংশ নেয় সিআরটি সদস্যরা।

দুপুরে সিলেট পুশিল লাইনে অনুষ্ঠানিক মহড়া শেষে ২৪ জনের হাতে সনদ তুলে দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

পুলিশের বিশেষ দলটি জঙ্গিদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে।

অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন সহিংস ঘটনা এড়াতে মাঠে কাজ করবে পুলিশের এ বিশেষ দল।

তিনি জানান, যে কোন পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গীদমন, মাদক ও চোরাচালানীদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্র ও জর্ডানে প্রশিক্ষক দল।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম