সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা নির্বাচন রিটার্নিং অফিসার মো. খোরশেদ আলম ফলাফল ঘোষণা করেন।
জগ প্রতীক নিয়ে (আ.লীগ বিদ্রোহী) আমিনুল ইসলাম রাবেল ৪হাজার ১’শত ৫৫ ভোট পান, তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু পান ৩ হাজার ৯ শত ৫৭টি ভোট।
এছাড়া বিএনপি পন্থী (মোবাইল প্রতীক) গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৩ হাজার ৫’শত ৯৮ ভোট। অপর প্রার্থী মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ৩ হাজার ৪শত ৫৮ ভোট পেয়েছেন।
পৌরসভায় মোট ভোট সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন। মোট কাস্ট হয়েছে ১৪ হাজার ৯শত ৩৫টি, বাতিল হয়েছে ৯৪টি। মোট বৈধ ভোট ১৪ হাজার ৮শত ৪১টি।
এদিকে, সকাল ১১টার দিকে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর সমর্থকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর এলাকার নুরুপাড়া রঙ্গাই বিছরা এলাকার সাবেক ইউপি সদস্য মকসুদ হোসেন বাবুলের দুই পুত্র মুন্না আহমদ ও মান্না আহমদ আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। এছাড়া পৌর এলাকার ৪নং ও ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও জগ মার্কা সমর্থকদের মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীকাল শুক্রবার পর্যন্ত কোন ধরনের মিছিল-মিটিং, সভা-পথসভা না করার জন্য উপজেনা নির্বাচন কমিশনা থেকে আদেশ দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি