দক্ষিণ সুরমা থেকে ৬ সন্তানের জননী নিখোঁজ

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল মোল্লারবন্ধ গ্রামের ৬ সন্তানের জননী সুলতানা বেগম (৩৬) নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুলতানা বেগম মোল্লারবন্ধ গ্রামের আব্দুল বারীর স্ত্রী। সুলতানা আনসার ভিডিপিতে কাজ করেন।

নিখোঁজের বিষয়ে স্বামী আব্দুল বারী দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং ১৩৮২ ।

ডায়েরীর বিবরণে জানা যায়, নিখোঁজ সুলতানা বেগম গত ২০ নভেম্বর বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখোজি করার পর সুলতানা ফিরে না আসায় গত ২৮ নভেম্বর তারিখে স্বামী আব্দুল বারী দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরিবার সূত্রে জানা যায় নিখোঁজ সুলতানা বেগম বাড়ি থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বের হয়ে যাওয়ার পর তাহার ব্যবহৃত মোবাইল থেকে তিনি কল করে বলেন সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন কিন্তু আজ পর্যন্ত সুলতানা বাড়ি ফিরেননি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম