সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্তত ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযানে ট্রেড লাইসেন্স ও আইন না মেনে শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে নগরের জিন্দাবাজার এলাকার অন্তত চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরের জিন্দাবাজারস্থ রিফাত এন্ড কোং, ব্লু-ওয়াটার, লতিফ সেন্টার, বিপণী বিতানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সিসিকের ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে- জিন্দাবাজারের বিপণী বিতানের মিল্ক সেন্টার পনেরো হাজার, ব্লু ওয়াটারের নিউ সুহিনি কর্নারকে তিন হাজার, লতিফ সেন্টারের নিউ ফ্যাশন দুই হাজার ও আরোমেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিসিকের লাইসেন্স অফিসার মো. জাহাঙ্গিরসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এসএমপি পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি