শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার শিমুলতলা মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯। বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় র‌্যাব-৯, সিপিসি-৩ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

আটক মাদক ব্যবসায়ীর নাম আফজাল মিয়া (২৩)। সে হবিগঞ্জের চুনারুঘাট থানার হাফতাব হাওড়ের মরম আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানোে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম