সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটের অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া খেলারত অবস্থায় এবং ওয়ারেন্টভুক্ত পালিয়ে থাকা এসব অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, এসআই আবুল হোসেন, এএসআই হুমায়ুন, এএসআই রুহুল, এএসআই আতাউল গনি সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পরোয়ানাভুক্ত আসামি কাকুনাখাই গ্রামের খলিলুর রহমানের ছেলে আক্তার আলী, হুদপুরের সামসুল হকের ছেলে বাবুল আহমদ, পূর্ব মহিষখেড় গ্রামের মাহমুদ আলীর ছেলে নাজমুল, একই গ্রামের জমশেদ আলী ও ছমির উদ্দিনের ছেলে বশির উদ্দিন ও আ. হক, খুর্দা গ্রামের সৈয়দ আলী ও হাবিবুর রহমানের ছেলে আলকাছ মিয়া ও বাবুল মিয়া, পাচপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মুছা মিয়া, ঘোষগ্রামের আইয়ুব আলী ও প্রয়াত ইয়াকুব আলীর ছেলে তছির আলী ও আ. হামিদ, উপর দুমকা গ্রামের প্রয়াত রহমত উল্ল্যার ছেলে আতাউর রহমান।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে টিম গোয়াইনঘাট থানা নিরলসভাবে কাজ করছে। এটা সব সময়ই চলমান থাকবে।
থানা থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি