পাবনায় ট্রলি চাপায় মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::পাবনার সদর উপজেলায় বালুবোঝাই ট্রলির চাপায় অন্ত:সত্ত্বা এক নারী ও তার আট বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের ভ্যানচালক আকবর আলীর স্ত্রী রিনা খাতুন রিনি (৩৫) ও মেয়ে বর্ষা। আহত আকবর আলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, আকবর তার ছয় মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যান চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন।

এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ট্রলিটি জব্দ করে আপাতত থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম