সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জকিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ১জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. মোস্তাক আহমদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ৩টায় জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত কাপনা এলাকা থেকে তাকে আটক করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাপনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলেকে তার বসতঘর হতে আটক করা হয়। আটক আসামীর বসতঘরে তল্লাশি অভিযান পরিচালনা করে উত্তর পাশের কক্ষের ভিতর সানশেডের উপর শপিং ব্যাগের মধ্যে ১ টি দেশীয় তৈরি পাইপগান ও একই কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ট্রাংকের মধ্যে পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় এসআই(নি.) মিজানুর রহমান সরকার বাদী হয়ে এজাহার দাখিল করলে আসামিকে জকিগঞ্জ থানার মামলা নং -০৪ তারিখ-০৫-১২-২০১৯ খ্রি: ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি