সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে মায়ের অবর্তমানে বাবার কাছে ১২ বছর বয়সের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার (৪ ডিসেম্বর) রাতে মেয়েটির নানা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তার মামলার প্রেক্ষিতে রাতেই ধর্ষণের অভিযুক্ত পিতা আফাজুল মিয়াকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কাঁঠালকান্দি গ্রামের আফাজুল মিয়ার স্ত্রী গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে আছেন। তাদের ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে প্রতিবন্ধী (১৫), দ্বিতীয় মেয়ের বয়স (১২) ও তৃতীয় মেয়ের বয়স (৬)। মঙ্গলবার গভীর রাতে তাদের বাবা আফাজুল মিয়া দ্বিতীয় মেয়েকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। দ্বিতীয় মেয়ে সকালে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় বিষয়টি তার স্বজনদের জানালে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
মঙ্গলবার বিকালে কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান ও এএসআই রিপন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর কাঁঠালকান্দি গ্রাম থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর দেখে বিকালে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পুলিশ নির্যাতিতার বক্তব্য গ্রহণসহ বাড়ির লোকজনের বক্তব্য গ্রহণ করে সন্ধ্যায় ধর্ষণের অভিযুক্ত পিতা আফাজুলকে আটক করে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘নির্যাতিতা মেয়ের বক্তব্য শুনে মনে হয়েছে বাবাই ধর্ষক। তাই তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির নানা বাদী হয়ে কমলগঞ্জ থানায় বুধবার রাতে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। বৃহস্পতিবার আটক আফাজুল মিয়াকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি