সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বীরা হলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ ও জেলা বিএনপি সভাপতি নাসের রহমান। মনোনয়ন জমার শেষ দিনে দুজনেই একই সময়ে মনোনয়ন জমা দিতে গেলে দেখা হয়ে যায় দুজনের। এ সময় কুশল বিনিময় করে তারা পরস্পরের সাথে কোলাকোলি করেন। এ যেন রাজনৈতিক সম্প্রীতির এক অভূতপূর্ব দৃশ্য!
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন তারা।
মৌলভীবাজারের দুই শীর্ষ নেতার কোলাকুলির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ছবিতে অনেকে মন্তব্য করেছেন, মৌলভীবাজারে এ সম্প্রীতি যেন সব সময় বজায় থাকে। রাজনীতিবিদেরা যেন হানাহানির পথ ছেড়ে এ রকম সৌহার্দ্যময় অবস্থান গড়ে তুলেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ একজন সৎ রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। এর আগে তিনি ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে ছিলেন।
প্রথমবারের মতো মনোনয়ন জমা দিয়ে তিনি জানান, মৌলভীবাজার ৩ আসনকে তিনি শেখ হাসিনাকে উপহার দিতে চান। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে। তিনি মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য ছিলেন।
মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, আমি শতভাগ আশা রাখি বিজয়ী হবো। তবে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সংশয়ে আছি। নির্বাচনের পরিবেশকে সুন্দর রাখতে সকলের পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি