সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে কামাল হোসেন (২৩) ও মো. আলামিন (৩০) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছিল।
দুজনের মধ্যে কামালকে মোহাম্মদপুর থেকে এবং আলামিনকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, বৃহস্পতিবার কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে করে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এর আগে ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে আগে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। শনিবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে এনামুল হক নামের একজনকে র্যাব গ্রেপ্তার করে। এনামুল নিজেকে পিএইচডি গবেষক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
প্রসঙ্গত, নির্বাচন সামনে রেখে গত কয়েক মাসে প্রথম আলো, বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলার মত বিভিন্ন নিউজ পোর্টালের মত দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি