সিলেট ১৩ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাম্স-উল ইসলামের সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় চেম্বার কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
সভায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাম্স-উল ইসলাম বলেন, অগ্রণী ব্যাংক একটি দূরদর্শী ব্যাংক। শুধু শিল্প খাত নয়, গ্রামীণ কৃষি অর্থনীতির বিকাশে অগ্রণী ব্যাংক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে উদ্যমী নারীদের মধ্যে প্রচুর ঋণ বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি প্রান্তিক অঞ্চলগুলোর উন্নয়ন করতে পারলে বাংলাদেশের সত্যিকারের উন্নয়ন সাধিত হবে।
ছোট বড় সকল উদ্যোক্তাকে দীর্ঘ মেয়াদি ঋণ প্রদানের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ব্যাংকিং নীতিমালা সংস্কার করতে হবে। তিনি জানান অগ্রণী ব্যাংক ব্যবসায়ীদেরকে সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করে যাচ্ছে। তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে শুধুমাত্র হোটেল আর রিসোর্ট না করে ব্যবসায়ীদেরকে উৎপাদনশীল খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি অগ্রণী ব্যাংকের তামাবিল শাখায় ট্রাভেল ট্যাক্স গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারী মালিকানাধীন একটি স্বনামধন্য ব্যাংক, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করছে এই ব্যাংক।
তিনি জানান, ব্যবসা-বাণিজ্য খাতে সিলেটকে এগিয়ে নিতে সিলেট চেম্বার আগামী বছরের শুরুর দিকে সিলেট বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে। এই সামিটে দেশ-বিদেশ থেকে বিনিয়োগকারীগণ অংশগ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস। দেশ-বিদেশের খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান সমূহের সাথে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সমন্বয় সাধনক্রমে আমরা সিলেট তথা বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নিতে এই সামিটের মাধ্যমে প্রচেষ্টা চালাবো।
তিনি অগ্রণী ব্যাংককে এই সামিটে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি অগ্রণী ব্যাংকের তামাবিল শাখায় ট্রাভেল ট্যাক্স গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানান।
তিনি টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিশ্বের উন্নত দেশ সমূহের ন্যায় বাংলাদেশের ছোট বড় সকল উদ্যোক্তাকে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের আহবান জানান। সভায় বক্তাগণ বলেন, প্রাইভেট ব্যাংকগুলোর তুলনায় সরকারী ব্যাংকগুলোর সেবার মান অত্যন্ত নিন্মমানের। তারা অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবার মান উন্নয়ন, তামাবিলে এটিএম বুথ চালু, ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিলেট সার্কেলের জিএম মো. নাজমুল হক, ডিজিএম ও সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মো. আশেক এলাহী, ডিজিএম মৌলভীবাজার মাহমুদ রেজা, ডিজিএম সিলেট পূর্ব অঞ্চল মো. আবুল মনসুর আহমদ, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, অগ্রণী ব্যাংকের এজিএম রাশেদা আহমেদ স্বপ্না, মো. আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজিম, নেহার জ্যোতি পুরকায়স্থ প্রমুখ।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Design and developed by ওয়েব হোম বিডি