সিলেট ৬ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ৯ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে এসএমপি’র শাহ্পরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম তাহের মিয়া (৫৫)। তিনি হবিগঞ্জ সদর থানার সুঘর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে।
রোববার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন এএসপি নাহিদ হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তার তাহের মিয়া হবিগঞ্জ থানার জিআর নং ১২/৮৯, দায়রা ১০/৯২, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ এর ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Design and developed by ওয়েব হোম বিডি