সিলেট ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরের কুলাউড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এসময় সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় সুলতান মনসুর বিশাল ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। এবার বক্তৃতা শেষে তিনি জয় বাংলা ও জয় ধানের শীষের সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন।
এরআগে গত সোমবার নভেম্বর ঢাকা থেকে কুলাউড়ায় ফেরার পর সুলতান মনসুর ‘জয় বাংলা’ ও ‘জয় ধানের শীষ’ স্লোগান দিলেও ‘জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করেন নি। এনিয়ে স্থানীয় পর্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর দুইদিন পর মনোনয়নপত্র জমা দান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে ‘জয় বঙ্গবন্ধুও’ উচ্চারণ করেন মনসুর।
উল্লেখ্য, কুলাউড়া থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর ২০০১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীনের কাছে পরাজিত হন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দলের মধ্যকার সংস্কারপন্থী গ্রুপের সদস্য হয়ে ওঠেন এমন অভিযোগ ওঠলে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০১৪ সালেও হন মনোনয়নবঞ্চিত।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন সুলতান মনসুর। সরকারবিরোধী এই জোটে বিএনপিও যোগ দিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রার্থী হন সাবেক এই আওয়ামী লীগ নেতা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি