সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে থাকবেন তারকা হিরো আলম। যেকোনো মূল্যে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি। তবে কোনো কারণে জাপা থেকে মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়বেন তিনি। এ ক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে লড়াই চালাতে পেছনে তাকাবেন না বলে জানিয়েছেন হিরো আলম। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, `আমি হিরো আলম। প্রতিটি পদে পদে ঠেকে ঠেকে হাটতে শিখেছি। কেউ আমাকে পথ দেখায়নি। নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছি। অনেকে বলেন সেটা ভুল পথ। অনেকে আমার ভুল ধরে কিন্তু আমি কীভাবে চলবো সে কথা কেউ বলে দেয়না। আমি কীভাবে আজকের অবস্থানে এসেছি এটা কেউ দেখেন না। এর বাইরেও অনেক মানুষ আছে যারা আমাকে ভালো বাসেন। তাদের ভালোবাসার শক্তিতেই আমি হাঁটছি। মানুষের ভালোবাসায় তাদের সেবা করতেই জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চেয়েছি। মনোনয়ন এখনও পাইনি। আমি আশাবাদী মনোনয়ন পাবো। তবে মনোনয়ন না পেলেও হাল ছাড়বো না। দরকার হলে স্বতন্ত্রপ্রার্থী হয়ে লড়বো।’
মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় একটি অনলাইন পোর্টালের সঙ্গে কথায় কথায় কথাগুলো বলেন হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মনোনয়নপত্রও তুলেছেন আলম। আজ মনোমনোয়পত্র জমা দেয়ার শেষ দিন। যদি জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন না দেয়া হয় তাহলে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আকতারের কাছে সতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান।
ইতোমধ্যে জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এইচ এম এরশাদের জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে দলটি এ পর্যন্ত আসন নিয়ে সমঝোতায় আসতে পারেনি। তার আগেই জাপা ৪৭ প্রার্থীর তালিকা দিয়েছে গণমাধ্যমের কাছে। দলের দেয়া সেই তালিকায় নেই হিরো আলমের নাম।
এমন তথ্য জানার পরই সতন্ত্রপ্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করার কথা জানালেন হিরো আলম।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি