সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক
নগরের জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সোমবার (১১ নভেম্বর) দুপুরে নগরের উন্নয়নমূলক এ কাজ পরিদর্শন করেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল ভেঙে সম্প্রসারণ করা হচ্ছে সড়কটি।
এসময় মেয়র জানান, জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে চলমান রাস্তা সম্প্রসারণ করতে পূর্বের ড্রেনেজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা করতে ভাঙতে হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল। এ দেয়াল ভেঙেই নির্মাণ করা হবে নতুন ড্রেন। একই সাথে এ ড্রেন নির্মাণ করতে কাটা পড়তে যাচ্ছে বেশ কয়কটি ছোট-বড় গাছ।
তিনি বলেন, ‘রাস্তা সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের দিকে কিছু জায়গা নেয়া হবে এবং একই সাথে শহীদ মিনারের সৌন্দর্যবর্ধনে বেশকিছু উন্নয়ন কাজ করা হবে।’
আরিফ বলেন, ‘সম্প্রসারিত জায়গায় শহীদ মিনারের কিছু গাছ রয়েছে যেগুলো না কেটে অন্যত্র স্থানান্তর করা হবে। তবে বড় দুটি গাছ কাটতে হবে। বাকিগুলো স্থানান্তর করা সম্ভব হবে।’
পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন- শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় সদর উদ্দিন আহমদ বলেন, ‘উন্নয়ন কাজে অনেকেই বাঁধা সৃষ্টি করতে চান। শহীদ মিনারের উন্নয়ন কাজে কেউ বাঁধা দেওয়া উচিত হবে না। সিলেটের সুদৃশ্য শহীদ মিনারের আরও সৌন্দর্যবর্ধন হলে দেশ-বিদেশের পর্যটকরা সিলেটে আরও বেশী আসবেন।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি