শাবিতে দু’দিনব্যাপী জব ফেস্ট শুরু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী জব ফেস্ট (চাকরি মেলা) শুরু হয়েছে। স্টেপস ট্যুয়ার্ডস ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার কাব’ এর আয়োজন করে।
বুধবার বাস্কেটবল গ্রাউন্ডে ‘ভিসা সেন্টার প্রেজেন্টস সাস্টসিসি জব ফেস্ট ২০১৮ সিজন-২’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ক্যারিয়ার কাব এর উপদেষ্টা অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোজাম্মেল হক, কাব’র সভাপতি শারমিন সুলতানা মিমি, সাধারণ সম্পাদক রুদ্র প্রতাপ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের জব ফেস্টে গ্রামীণফোন, কনফিডেন্স গ্রুপ, কোকা-কোলা, একমি, ডেকাথলন, সিল্কন এন্টারপ্রাইজ, ওয়াল্টন, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, স্টাফ এশিয়া, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক, রাইস স্কুল, গ্রীন বার্ড, রয়েল গ্র্যাজুয়েট এন্টারপ্রাইজ, আর্ট ডট কম সহ বিভিন্ন কোম্পানি ১০০ টিরও অধিক শুন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
এছাড়াও উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ ম্যানেজমেন্ট ট্রেইনি, ইন্টার্ন, এক্সিকিউটিভ পদে নিয়োগ দিবে। সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা উক্ত জব ফেস্টে অংশগ্রহণ করতে পারবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম