সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
সিলেট নগরীর ফুটপাত ও রাস্তার উপরে অবৈধ মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ ও নিয়মিত প্রশাসনের তদারকির দাবীতে লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিঃ ও কাজীরবাজার মৎস্য আড়ৎদার সমিতির যৌথ উদ্যোগে সোমবার ২ সেপ্টেম্বর রাতে কাজীরবাজার মৎস্য আড়ৎদার সমিতির কার্যালয় প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাজীরবাজার মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি হাজী ফয়জুল হকের সভাপতিত্বে ও লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিঃ সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তরা বলেন, আমরা সরকারের সব রকম টেক্স পরিশোধ করে বৈধভাবে দীর্ঘদিন থেকে মৎস্য ব্যবসা করে আসছি। ইদানিং কিছু অবৈধ মাছ ব্যবসায়ী রাস্তার উপর ও ফুটপাত অবৈধ দখল করে মাছ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে আমাদের ব্যবসায়িক দিক দিয়ে মারাত্মাক ক্ষতির প্রভাব পড়ছে। অবৈধ মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ ও নিয়মিত প্রসাশনের তদারকির জোরদাবী জানাচ্ছি। অন্যতায় আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিঃ সভাপতি এনায়েত হোসেন, প্রবীণ মৎস্য আড়ৎদার মখলিছউর রহমান, কাজীরবাজার মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, মো. শাহ আলম, মো. আফাজ উদ্দিন, বাবুদন মিয়া, আজিজ মাহমুদ, ফারুক মিয়া, সালাউদ্দিন, হাজী মানিক মিয়া, রোমেল আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি