গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেটের গোলাপগঞ্জে ফলিক উদ্দিন (৪৫) নামের এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় পৌর সদরের গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফলিক উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামের প্রয়াত আলতাব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের চৌমুহনী থেকে ফলিক উদ্দিনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলির সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফলিম উদ্দিন একটি মামলার ( মামলা নং- সিআর ১২৬/ ১৮) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম