সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে। তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে তাঁরা এ মনোনয়নপত্রের চিঠি সংগ্রহ করেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, কৌশলগত কারণে অন্যান্য আসনের মত এ আসনেও দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
একই আসনে দুজনকে মনোনয়ন দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নৌকার ঘাঁটি খ্যাত এ আসনে শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখবে বিএনপির কেন্দ্র। চারবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরী নাকি নতুন মুখ জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু। এ নিয়ে দল ও দলের বাইরে চলছে নানা আলোচনা।
এ আসনে দুজনেকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান মঙ্গলবার বিকেলে বলেন, ‘কৌশলগত কারণে দুজনকে প্রাথমিকভাবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। তারা বুধবার (২৮ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে কেন্দ্র থেকে একক প্রার্থীর জন্য চূড়ান্ত চিঠি আসবে। কেন্দ্রের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এতে কোনো মতবিরোধ নেই।’
প্রসঙ্গত, এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৩ জন। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী ও শিল্পপতি নাসির উদ্দিন মিঠু। মনোনয়ন নিয়ে এ দুজনের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনার ঝড়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি