সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সোমবার থেকে সিলেটসহ ৫ জেলায় পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক জরুরী সভার মাধ্যমে শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের ১৩টি আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধক্ষ্য রাজু আহমদ তুরু, সদস্য আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ, সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, ইকবাল হোসেন, প্রচার সম্পাদক ফখর উদ্দিন, দপ্তর সম্পাদক মুহিত মিয়া, শ্রমিক নেতা কাওছার আহমদ, মারুফ আহমদ, রাসেল আহমদ টিটু,লালু মিয়া, হাফিজুর রহমান, মুজিবুর রহমান সুমন, মানিক উদ্দিন, মো. শাহার উদ্দিন সাবুল, সুরুজ আলী, বাবুল মিয়া, সুজিত চন্দ্র গুপ্ত বাচ্ছু, মাহমুদ আব্দুল নূর, ফুল মিয়া, আজিজুল হক রহিম, রুবেল আহমদ, আবুল কালাম আজাদ, কালা মিয়া, মো আলমগীর, আলাল মিয়া, মকবুল ইসলাম, বদরুল ইসলাম,ছায়েল আহমদ, জসিম উদ্দিন, দিলওয়ার হোসেন,ফয়জুল ইসলাম, আব্দুর রহিমসহ ১৩টি আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ । সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে পরিবহন সেক্টর কাজ করে আসছে। ধর্মঘটের নামে জন-হয়রানী কোনো ভাবেই মেনে নেয়া যায়না। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবির মধ্যে বিআরটিসি বাস সার্ভিস বন্ধের দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক, যা সাধারণ যাত্রীদের জন্য শুভনীয় নয়, আমরা এসব জন-হয়রানীমূলক ধর্মঘটের বিপক্ষে আছি। ধর্মঘটের দিন আমাদের ট্রাক রাস্তায় চলবে, কোনো সহিংষতা হলে তার দায়ভার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপর পড়বে। নেতৃবৃন্দরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি