সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমাস্থ লাউয়াই থেকে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে লাউয়াই উম্মুল কবুল গ্রাম থেকে রোহেলা আক্তার রোকেয়া (৪০) ও শাহানা বেগম (৪২) নামে এই দুই নারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানার লাউয়াই উম্মুল কবুল গ্রামে অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা উভয়েই বর্তমানে দক্ষিণ সুরমার ভার্থখলায় বসবাস করেন।
এ ব্যাপারে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক দ্রব্য আইনে মামলা (মামলা নং- ২৫ তারিখ-২৭/০৮/২০১৯) দায়ের করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি