সিলেটে জামায়াত-শিবিরের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত রোববার রাতে কোতোয়ালী থানার এস.আই. শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-৫৩ (২৫/১১/১৮)।

মামলায় আসামীর মধ্যে রয়েছেন মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি ফখরুল ইসলাসহ জামায়াত শিবিরের ৭৭ নেতাকর্মী।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, গত রোববার রাতে আলীয়া মাদরাসার ছাত্রাবাসের পাশে জড়ো হয়ে নাশকতরা পরিকল্পনা করেন আসামীরা, যা দেশ বিরোধী।

এদিকে জামায়াত এক বিবৃতিতে দাবি করে বলেছে, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, ছদরুল আমিন, আব্দুস সামাদ রনি দীর্ঘ দিন থেকে প্রবাসে অবস্থান করছেন। ওই মামলায় তাদের আসামী করা হয়েছে। এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক, সাবেক কাউন্সিলর রাজিক মিয়াসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধিদেরও আসামী করা হয়েছে। বিবৃতিতে তারা এ মামলার নিন্দা জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম