মনোনয়নপত্র সংগ্রহ ইমরান এইচ সরকারের

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট :::একাদশ সংসদ নির্বাচনের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সোমবার সকালে কুড়িগ্রাম কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ইমরান এইচ সরকার জানান, উন্নয়নবঞ্চিত এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনের তাগিদেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া।

তিনি জানান, নির্বাচনের আগে থেকেই কুড়িগ্রামের মানুষের অফুরান ভালোবাসায় সিক্ত হয়েছি, তাদের অব্যাহত সমর্থনে আপ্লুত হয়েছি।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে তারুণ্যের গণজাগরণের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান এইচ সরকার। ওই আন্দোলন দেশেবিদেশে ব্যাপক সাড়া ফেলে, এবং ইমরানও ব্যাপক পরিচিতি পান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম