সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামে এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত তাহের মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিন তমুর ছেলে।
সোমবার সকালে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় অপর তিন আসামী তাহিরপুর উপজেলার আনন্দ বাজারের আব্দুল আজিজের ছেলে আব্দুল কুদ্দস, একই উপজেলার বাকমা গ্রামের তোরাব আলীর ছেলে ইউনুছ মিয়া, আলাল উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, র্যাব-৯ এর একটি দল ২০১০ সালের ১৩ জুলাই দুপুরে সুনামগঞ্জ শহরের হক হোটেল এন্ড রেস্টুরেন্ট হতে ২০০ গ্রাম হেরোইনসহ তাহের মিয়াসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে র্যাব-৯ এর ডিএডি মো. মকবুল হোসেন বাদী হয়ে এই দিন ৪ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
২১ অক্টোবর মামলাটি আমলে নেয় আদালত। পরে পুলিশ আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি পর সোমবার এই রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামী তাহের মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মামলার অপর তিন আসামী আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া ও মো. আব্দুল্লাহকে বেকসুর খালাস প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত ২০০ গ্রাম হেরোইন ধ্বংস করার আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী তাহের মিয়া পলাতক ছিল। তবে বেকসুর খালাস পাওয়া তিনজন আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পি.পি অ্যাড. সৈয়দ জিয়াউল হক এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. হাসান মাহবুব সাদী ও অ্যাড. অরুনাভ দাস।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি