সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১ হাজার ২৬টি কলোনির প্রায় ১১ হাজার হতদরিদ্র পরিবারের ভাগ্যন্নোয়নে কাজ করতে আগ্রহী এনইউপিআরপি এবং ইউএনডিপি।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আয়োজিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানায় প্রতিনিধি দল।
সিসিক এলাকায় বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় শীঘ্রই তারা কাজ শুরু করবে বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে তারা বস্তি উন্নয়ন প্রকল্পে কাজ করার লক্ষ্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সিসিক মেয়র বলেন, প্রবাসী ও পর্যটন নগরী সিলেটের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং ভৌগলিক অবস্থানের কারণে সিলেটের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মেয়র আরিফ বলেন, কলোনিতে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের মাধ্যমে এই নগর হয়ে উঠবে একটি স্মার্ট সিটি হিসেবে। মেয়র এনইউপিআরপি এবং ইউএনডিপি’কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এসময় এনইউপিআরপি এবং ইউএনডিপি প্রতিনিধি জন উইলিয়াম টেইলর, ডিএফআইডি ওমর ফারুক, ফারজানা মোস্তফা, আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে মেয়র ছাড়াও সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি