সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক :::
রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
আন্দোলনের সপ্তম দিনে শনিবার দুপুরে শাহবাগে চকলেট খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা শিক্ষার্থীদের চকলেট খাওয়ানোর পর আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাদের চিপস খাওয়ান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতারা অবিলম্বে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, আমাদের ইউনিটে কেউ কোনো শিক্ষার্থীর ওপর হামলা করেনি। যারা বাইরে হামলা করেছে আমরাও তাদের বিচার চাই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অনুরোধ করব।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি