বগুড়া ও ফেনীর তিনটি আসনে লড়বেন খালেদা জিয়া

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদীয় আসন ফেনী-১, বগুড়া-৬ ও ৭ এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি দেওয়ার মাধ্যমে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন চিঠি দেওয়া শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মনোনয়নের চিঠি তুলে দেন দলটির বগুড়া জেলার সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালুর হাতে।

এ সময় মির্জা ফখরুল বলেন, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচনের মধ্যে দিয়ে যাতে জাতি ন্যায় বিচার পায় এবং দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম