সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চতুর্থবারের মতো অজগরের ডিম ফুটে বাচ্চা বেরোতে শুরু করেছে। দীর্ঘ দুই মাস মা অজগরটি ডিমে তা দেয়ার পর মঙ্গলবার (১৬ জুলাই) রাত থেকে এই ডিমগুলি ফুটে ছোট ছোট বাচ্চা বের হতে শুরু করেছে।
এর আগে এই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল। যা ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। এরপর একই অজগর ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। পরে ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয় অজগরটি। সেবারও ৬০ দিন পর ২২ থেকে ২৫ টি ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল।
সবশেষ ২০১৯ সালের ১৬ মে ৩২টি ডিম দেয় মা অজগরটি। ৩২টি ডিমের মধ্যে ২০/২২ টি বাচ্চা ফুটবে বলে আশা প্রকাশ করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এবার সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের ৩২টি ডিম দিয়েছিল। মঙ্গলবার রাত থেকে সেই ডিমগুলি ফুটে বাচ্চা বের হচ্ছে। প্রায় দুই দিন লাগবে সবগুলি ডিম থেকে বাচ্চা বের হতে। ৩২টি ডিমের মধ্যে ২০/২২ টি বাচ্চা ফুটবে।
তিনি আরও জানান, এর আগেও সাপটি ৩ বার ডিম দিয়েছে সময়মতো সাপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি