সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৬ জন জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেলহাজতে করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে শাস্তি দেওয়া হয়।
মঙ্গলবার ( ১৬ জুলাই) র্যাব ৯ এর মিডিয়া অফিসার। মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল উইং কমান্ডার মো. আসাদুজ্জামান এর নির্দেশক্রমে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী এর নেতৃত্বে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় আটককৃত মো. নূরুল ইসলামকে (৩১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, জনি সরকারকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ওয়াহিদুল ইসলাম (৩০), দুলাল আহমেদ (২৬), মো. শামীম (২৮), দুলাল আহমদ (৩০), অনিক রায় (২১), সুবাস দাস (৫৫), শাওন সরকার (২৫), ইমদাদুল ইসলাম (২২), আবুল খায়ের (২২), বিপুল দাস (২৪), রুবেল আহমেদ (২৫), হাবিবুল্লাহ (২৬), কাজল রায় (৩০), শফিক আহমেদকে(৩১) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি