সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মৎস্য খামারে প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। তবে খামারের মালিকের দাবি, শত্রুতাবশত পুকুরে বিষপ্রয়োগ করে মাছগুলোকে মেরে ফেলা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের পানিতে সিলভার, রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের মাছ মরে পানিতে ভাসছে। মরা মাছের গন্ধে পুরো এলাকার বাতাসে ছড়িয়ে পরেছে। কিছু কিছু মাছ পুকুরের পাশে মাটিতে উঠিয়ে রাখা হয়েছে। পানির নিচে বড় বড় মাছ মরে ডুবে থাকতেও দেখা গেছে। মাছের খামারের মালিক তার প্রতিবেশীকে এই ঘটনায় দোষারোপ করছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুকুরের মালিক শাহাব উদ্দিন বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দুইজন লোক আমার মাছের খামারে অনুপ্রবেশ করে চলে যায়। এ সময় আমার বাবা ফিশারিতে ছিলেন। তারা পালিয়ে যাওয়ার সময় আমার বাবা তাদের দেখতে পান। তবে ঘটনা কিছুই বুঝে উঠতে পারেন না। সকাল বেলা উঠে আমরা পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখি। পুকুরের পানিতে বিষ প্রয়োগের জন্যই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমার পুকুরের প্রায় ২ লক্ষ টাকার মাছ মারা গেছে।
তিনি অভিযোগ করে বলেন, গ্রামে আমার প্রতিবেশী রাসেল মিয়ার সাথে রাস্তার বিষয় নিয়ে শুক্রবার রাতে ঝগড়া হয়। সেই এই ঘটনা ঘটিয়েছে।
এই বিষয়ে শ্রীমঙ্গল থানায় আমার প্রতিবেশী হারুন মিয়া, ফারুক মিয়া ও রাসেল মিয়ার নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বি বলেন, তারা দুজনই দুজনার প্রতিবেশী। এখন পুকুরে বিষ কে ফেলছে তা কেউই দেখেনি। না দেখে কাউকে দোষারোপ করা যায় না। তাদের মধ্যে বিরোধ থাকায় একজন আরেকজনকে দোষারোপ করছেন। আর পুকুরে কে বিষ ফেললো তা আমরা তদন্ত করে দেখছি। আর দুইপক্ষকে থানায় এনে তাদের বিরোধের বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।
এদিকে শনিবার এ বিষয়ে অভিযুক্ত রাসেল মিয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি