সুরমা তীরে অভিযান চলছেই, ৬ দিনে ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

সুরমা তীরে অভিযান চলছেই, ৬ দিনে ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সোনালী সিলেট ডেস্ক ::: সুরমা নদীর তীর দখলমুক্ত করতে টানা ৬ষ্ঠ দিনের মতো উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সিলেট মহানগর পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে গঠিত এই অভিযানে ৬দিনে প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সুরমা নদীর তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৩ জুলাই) নগরের কালীঘাট ও খেয়াঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় ছোট-বড় ৩০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নদীর তীর দখলমুক্ত করতে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ কালীঘাট ও খেয়াঘাট এলাকার নদীর তীরের প্রায় ৩০টি অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম