সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজার উপজেলার টিকরপাডা বাজার এলাকা থেকে ভারতীয় শেখ নাসির বিড়ি এবং ক্লাসিক সিগারেটসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ (বটেরপাড়া) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে এলন মিয়া (৪৫) এবং দত্তরাই গ্রামের মৃত বশির উদ্দিন মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এসময় তাদের বহনকৃত একটি সিএনজি অটোরিকশাসহ তাদের হেফাজতে থাকা ৮৪হাজার প্যাকেট ভারতীয় সেখ নাসির বিড়ি এবং ২০হাজাড় প্যাকেট ক্লাসিক সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত এলন একজন চিহ্নিত চোরাকারবারি এবং তার বিরুদ্ধে তিনটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি