মনোনয়ন পেলেন না যেসব হেভিওয়েটরা

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা। এর মধ্যে বেশির ভাগই বয়স ও অসুস্থতার কারণে, কেউ অাবার জনপ্রিয়তা হারানোর কারণে বাদ পড়েছেন। কেউ বা আবার বাদ পড়েছেন জোট-মহাজোটের ভোটের সমীকরণে।

রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া শুরু হয়।

বাদ পড়াদের তালিকায় সবার উপরে অাছেন সংসদ উপনেতা ও অাওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

তার সংসদীয় অাসন ফরিদপুর-২ এ এবার জোটের জন্য রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসনটিতে নির্বাচন করতে পারেন জাকের পার্টির শীর্ষ নেতা মোস্তফা অামির ফয়সাল।

অারেক ভিঅাইপি সিলেট-১ অাসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত নির্বাচন করবেন না বারবার ঘোষণা দিয়েছেন। তার বদলে আসনটিতে মনোনয়ন পেয়েছেন সহোদর ড. এ কে অাবদুল মোমেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ অাশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। মনোনয়নের চিঠি পেলেও তার কিশোরগঞ্জ-১ অাসনে বিকল্প রাখা হয়েছে মো. মশিউর রহমান হুমায়ুনকে।

বঞ্চিতের তালিকায় রয়েছেন অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তার ঢাকা-১৩ অাসেন এবার নৌকার প্রার্থী ঢাকা মহানগর উত্তর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

ফরিদপুর-১ অাসনের বর্তমান এমপি ও অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অাব্দুর রহমানের অাসনে সাবেক সচিব এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুলকে নৌকার টিকিট দেওয়া হয়েছে।

এবার কপাল পুড়েছে অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অা ফ হ ম বাহাউদ্দিন নাছিমের। তার আসন মাদারীপুর-৩ এ প্রার্থী করা হয়েছে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর শরীয়তপুর-২ অাসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম।

শরীয়তপুর-১ অাসনের বর্তমান এমপি সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের পরিবর্তে প্রার্থী করা হয়েছে অাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুকে।

ঝুলন্ত অবস্থায় রয়েছেন লক্ষীপুর-৩ অাসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তার অাসনে দ্বিতীয় প্রার্থী হিসেবে রাখা হয়েছে গোলাম ফারুখ পিংকুকে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী চাঁদপুর-১ অাসনের বর্তমান এমপি ড. মহিউদ্দীন খান আলমগীরের বিকল্প হিসেবে প্রার্থী রাখা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন।

জামালপুর-৫ অাসনের এমপি সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা অাসনে বিকল্প রাখা হয়েছে ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনকে।

এদিকে নানা ঘটনা ঘটিয়ে সমালোচিত হয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী অারিফ খান জয়। নানা কারণে বিতর্কিত সাবেক ফুটবলারের নেত্রকোনা-২ অাসনে এবার মনোনয়ন পাননি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম