মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে পানিতে ডুবে হাবিবুর রহমান (২৭) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

হাবিবুর রহমান হরিণখোলা গ্রামের মজিবুর রহমান মদনের ছেলে।

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এক পর্যায়ে রোববার পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম