সিলেট ১৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরস কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।
পুলিশ জানায়, ভোরে মিজপুর গ্রামের পাশে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪-০৯০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ও খোকসার দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক মাহাতাব (৫০) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নওগাঁ জেলার মুকন্দপুরে। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৬৫) নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি একই জেলার দোগাছি গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গুরুতর আহতাবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাফেলার আমির আমিরুজ্জামানসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসের চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, সকালে খোকসা বাস স্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পরেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কমপক্ষে ২০জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সকাল ৮টায় তারা অভিযান শেষ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
খোকসা থানার এসআই সোলাইমান হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে আসেন। তবে দুর্ঘটনা কবলিত বাসের চালককে তারা আটক করতে পারেননি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি