সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: ছাতকের সুরমা নদীর তীরে ইছাকলস-গোড়াখাল এলাকায় বালু-পাথরের ডাম্পিং সাইডের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার (১৮জুন) দুপুরে বালু-পাথরের ডাম্পিং সাইডে ইছাকলস গ্রামের রজব আলীর পুত্র জামাল মিয়া ও আব্দুল আহাদের পুত্র নজরুল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর পাড় সংলগ্ন ডাম্পিং সাইডে জামাল মিয়া বালু রাখতে গেলে প্রতিপক্ষ নজরুল মিয়া এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
গুরুতর আহত এনামুল হক(৩৭), আলাউদ্দিন(৭০), ইকবাল মিয়া(২৬) জাহিদ হোসেন(২৫), আম্বিয়া বেগম(২৬), জাকির হোসেন(২২), নাজিম উদ্দি(১৫), চেরাগ আলী(৫০), জাবির হোসেন(২৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আব্বাছ(১০), আশিক মিয়া(৪৫), একলাছ মিয়া(২২), নাছির(২০), আলকাছ আলী(৫০), জাহিদুর(২২), শুকুর উল্লাহ(২৫), রবি উদ্দিন(২৫), মহরম আলী(২৩), বোদাই মিয়া(২২), লায়েক(২১), সানুর আলী(৩০), বুরহান(৪০), আশক আলী(৪৫), কদ্দুছ আলী(৩২), সুহেল মিয়া(৪০), জামাল উদ্দিন(৩৫), দেলোয়ার(৪০), আজিম উদ্দিন(২৬), আবুল কালাম(৫০)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি