যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৯

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সোনালী সিলেট ডেস্ক ::: যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়নি বলে জানিয়েছে ট্রাভেল এজেন্সিদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এজন্য সিলেট অঞ্চলের জনসাধারণকে প্রতারিত না হতে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

শনিবার সংগঠনের সিলেট অঞ্চল সভাপতি মো. আব্দুল জব্বার জলিল এক বার্তায় বলেন, ‘বেশ কিছু দিন হয় বিভিন্ন অনলাইন, সেইসবুক ও বিভিন্ন মিডিয়ায় যুক্তরাজ্য বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে মর্মে প্রচার করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন তথ্যে জানা যায় যে এই খবর সম্পূর্ণ মিথ্যা।’

যুক্তরাজ্য বাংলাদেশীর জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করার কোন কার্যক্রম শুরু করে নাই। তাই এ ধরনের মিথ্যা তথ্যে বিশ্বাস করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্তরাজ্য যাওয়ার জন্য কোন রকম লেনদেন বা চুক্তিবদ্ধ না হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম