ছুটি শেষে কাল শাবি খুলছে

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৯

ছুটি শেষে কাল শাবি খুলছে

সোনালী সিলেট ডেস্ক :::  গ্রীষ্মকালীন, পবিত্র শবে কদর ও ঈদ উল ফিতরের দীর্ঘ এক মাসের ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে আগামীকাল রোববার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে গত ১৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এদিকে ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় ১৬ জুন (রোববার) থেকে ক্যাম্পাস খোলা হবে। এদিকে ছুটি শেষে আবাসিক হলসমূহ বৃহস্পতিবার হতে খোলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একই ছুটি উপলক্ষে ২৪ মে শুক্রবার বিকেল ৫টা থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত হলসমূহ বন্ধ ছিল।

এরই মধ্যে ছুটি শেষে আবাসিক হল ও ছাত্রবাসগুলোয় শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম