বনকলাপাড়ায় ‘গণপিটুনিতে’ দুদু নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৯

বনকলাপাড়ায় ‘গণপিটুনিতে’ দুদু নিহতের ঘটনায় মামলা

সোনালী সিলেট ডেস্ক ::: নগরীর বনকলাপাড়ায় ডাকাতি করতে গিয়ে বুধবার রাত সাড়ে ১১টায় গণপিটুনিতে দুদু খান (৩৫) নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ঘটনাটিতে পরিকল্পিত হত্যা দাবি করে নগর পুলিশের বিমানববন্দর থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই জুয়েল খান। মামলায় তিনি ৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার রাতে ১৭/১৮ জন ডাকাত বন কলাপাড়া এলাকায় হানা দেয়। এরপর স্থানীয় তিনটি মসজিদে ডাকাত পড়ার বিষয়টি ঘোষণা দেয়া হয়। এক পর্যায়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা পিছু হটে। এ সময় গণপিটুনিতে দুদু খান নামের ওই ডাকাত ঘটনাস্থলে মারা যায়।

তার বিরুদ্ধে গণধর্ষণসহ এসএমপি’র বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২/৩ সপ্তাহ আগে কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম