কারাগারে সাজাপ্রাপ্ত মিয়ানমারের নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৯

কারাগারে সাজাপ্রাপ্ত মিয়ানমারের নাগরিকের মৃত্যু

সোনালী সিলেট ডেস্ক ::: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে ইয়াসির আরাফাত (২৭) নামে এই কয়েদির মৃত্যু হয়।

ইয়াসির মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার হাসুধারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

কারাগার ২-এর জ্যেষ্ঠ সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে ইয়াসির হঠাৎ বুকে ব্যথার কথা বলেন। তাকে প্রথমে কাশিমপুর কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ওই হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

অস্ত্র আইনের একটি মামলায় ইয়াসিরকে আদালত ১০ বছরের সাজা দিয়েছে জানিয়ে কারাগার সুপার সুব্রত কুমার বলেন, তাছাড়া বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিচার চলছে আদালতে। ২০১৪ সালের ১২ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে পাঠানো হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম