টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৯

টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’ মাদক বিক্রেতা নিহত

সোনালী সিলেট ডেস্ক :::  কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাসেল মাহমুদ (৩৬) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল নারায়ণগঞ্জের উত্তর লক্ষণঘোনা এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে।

এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল হাবিব হোসেন, সজীব সরকার ও তুহিন হাসান আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৪ জুন) দিনগত রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশ সদস্যরা ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আমির হামজার বাড়ির সামনে পৌঁছালে তাদের লক্ষ্য করে কে বা কারা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে অস্ত্রধারীরা রাতের অন্ধকারে পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থলে দেশিয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, নয় রাউন্ড কার্তুজের খোসা ও পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম